
নির্ঘাত দেবতা
লেখা ও ছবি – কৌশিক দাস
ট্রেনটা বর্ধমান ছাড়তেই চোখটা টেনে এলো। কানে হেডফোন গুঁজে দিয়ে চোখটা বন্ধ করলাম। হরিহরণের সেই আমার প্রিয় গানটাই আগে দিলাম- ‘কাশ অ্যায়সা কোই মনজর হোতা, … ওয়ারনা এক আউর কলন্দর হোতা’- এর পর আর মনে নেই।
হঠাৎ যখন তন্দ্রা কাটলো, কানে এলো, “পোলা, ও পোলা, তুই অপরাধী রে,” সাথে তীক্ষ্ম খটখট আওয়াজের বাজনা। তাকিয়ে দেখি হেড ফোনে আর কিছু বাজছে না। কান থেকে কখন খুলে পড়ে গেছে। বাইরে তাকিয়ে বুঝলাম সদ্য বোলপুর পার করে এসেছি। সামনে বছর বারোর একটি ছেলে দু টুকরো চৌকো মার্বেল বাম হাতের আঙুলের ফাঁকে রেখে ডান হাত দিয়ে অসাধারণ নৈপুণ্যের সাথে বাজাচ্ছে, সাথে দাদরা ছন্দে ‘পোলা, ও পোলা।’ অবাক হয়ে শুনলাম কিছুক্ষন, বেশ লাগছিলো। ঘোর কাটলো গান থেমে যাওয়ায়। হঠাৎ থেমে গিয়ে চিৎকার করে উঠল -“ভাই, ঘুস জাইস্!” বাথরুম এর দিকের কোনো এক অদৃশ্য কাউকে উপলক্ষ্য করে বলা। তাকালাম, অন্ধকারে ঠিক বুঝলাম না।
“মাগো চিন্ময়ী রূপ ধরে আয়”… চমকে উঠলাম! যে গান রেওয়াজি গলার মালিকরাও দুবার ঢোঁক গিলে, গরম জল খেয়ে, অথবা গত দু’তিন দিনে জোর করে চাপিয়ে দেওয়া কিছু ঠান্ডার ওপর ফরমাল নোট অফ ডিসেনসন জানিয়ে, গলা খাঁকিয়ে শুরু করে থাকেন, সেই গান কি সারল্য নিয়ে ছেলেটি গেয়ে চললো। ছন্দ গুলে গেছে, ত্রিতাল কাহারবায় নেমে এসেছে। মায়ের চিন্ময়ী রূপের বর্ণনা করা কি সহজ? শুধু মাত্র চিন্ময়ী কথাটায় কত গলার কাজ- এখানে সে সব বাদ। আরে, ভক্তিতে এত স্বরলিপি লাগে নাকি?
সাথে এবার দর্শন হলো সেই ‘ভাই’ এর। বিষ্ণু কি অন্য কোনো ভগবান তা ঠিক বুঝলাম না। আমার আবার তেত্রিশ কোটির ভোকাবুলারি খুব খারাপ। যাই হোক, কাছে ডেকে জিগেস করলাম, “ভগবানজী কা নাম কেয়া হ্যায়?” কোনো উত্তর না দিয়ে চুপ করে চলে গেল। হাত পেতে টাকা চাইছে সবার কাছে, আমার কাছে চাইলোও না। বড় দাদা তখন দুর্গতি না ঘোচার জন্য দেবী আবাহন করে যাচ্ছে- ‘দুর্গতি কাটিল না হায়।’ আমি কিন্তু কাহারবায় বিদ্রোহী কবির অনবদ্য সৃষ্টির এমন অপভ্রংশ শুনছি। লাগছিলো বেশ। আস্তে আস্তে মিলিয়ে গেল বহু দূর। ওরা পার হয়ে চলে গেল পাশের কামরায়।
আমি অনেকক্ষণ ভাবলাম, এমন তো কতই ওঠে ট্রেনে। তবে এই ছেলে দুটো হঠাৎ আমার মনকে কেন এমন করে ছুঁয়ে গেল? হয় হয়তো এরকম, অবাক হওয়ার কিছু নেই। উঠে পড়লাম। বোলপুরের পরে লাইনের দুধারে যে কাঁচা মেঠো বাড়ি আর লাল মাটির ঢিবিগুলো পড়ে, সেগুলো আমার মনকে বার বার উদাস করে দেয়। দরজায় দাঁড়িয়ে মনে মনে গান ধরলাম, “গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।” কত খেয়াল আসতে লাগলো বোলপুর আর রবি ঠাকুরকে ঘিরে।
হঠাৎ পিছনে কেউ ডাকলো, ঘুরে দেখি সেই নীলাভ ছেলেটা। আমি ঘুরে দাঁড়িয়ে হালকা ঠাট্টা করে জিগেস করলাম, “কিরে, পারলি নাতো বলতে কি ঠাকুর? কৌন সা ভগবান বনা তুম?” সহজ উত্তর এল, “দশ টাকা দেবে তো বলবো।” আমি বললাম, “দেব যা। বল দেখি?”
ও বলল, “বিষ্ণু ভগবান আছি আমি। কমল কে উপর শোয় না, ঐটা ভগবান আছি। অনেক পাওয়ার হয় ওর!”
আমি বললাম, “বাহ! ভালোই তো জানিস। কি নাম তোর?”
– “আব্দুস।”
– “কি? মুসলমান তুই? এত ভগবান কে চিনলি কি করে?”
– “ছোট থেকে আমরা রতন কাকার বাড়িতে থাকি তো, বাড়িতে ফটো আছে ওনেক। দেবে কি দশ টাকা?”
– “কেন? তোর বাবা মা?”
– “নাই। অনেক আগেই রেলে কাটা পড়ছে। বচপন থেকে রতন কাকা আমাদের রাখলো। বাবার সাথে পাথর ভাঙত কাকা।”
– “তারপর?” জিগেস না করে পারলাম না।
– “এখন কাকীর কী একটা অসুখ হলো তো, অসপাতালে আছে। কাকা ভি বীমার। আগে তাও পাথর ভাঙত, এখন পারে না। আমরা দুই ভাই থাকতে কি চিন্তা? আমরা কামাই… কাকা, কাকীকে দেখভাল করি। আর খানাপিনা ভি, ইলাজ ভি আমরা উঠাই।… কি দেবে কি না যাবো? টেশন আসছে, লাববো।”
আমি পার্স বের করে একটা একশো টাকা বের করে ওর হাত এ দিয়ে বললাম, “তুই ই বিষ্ণু। অনেক পাওয়ার তোর।”
কোনো কথা না বাড়িয়ে প্লাটফর্মে ট্রেন ঢোকবার আগেই লাফ দিয়ে সে কোথায় হারিয়ে গেল জানি না।
দারুন ছোট গল্প। পড়ে মন ভালো হয়ে গেল। এত দরদী লেখা! তার সাথে দারুন একটি মেসেজ আছে।
অনেক ধন্যবাদ। পাশে থাকুন এই ভাবেই।
সাবলীল ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবহ যুগোপযোগী লেখা। লেখক কে সাধুবাদ জানাই। শেষ লাইনটি হৃদয় ছুঁয়ে গেল। “তুই ই বিষ্ণু। অনেক পাওয়ার তোর।” বাহ!
একেবারে খাঁটি কথা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে পারব ভেবেই ঘটনাটা বিবৃত করলাম। আপনাদের ভালো লাগলে আমার প্রয়াস সার্থক।
প্রচেষ্টা সদর্থক
বেশ সুন্দর অভিজ্ঞতা
অনেক ধন্যবাদ। হ্যাঁ দারুন অভিজ্ঞতা।
Ato valo hoyeche koushik…durdanto
ধন্যবাদ।
Khub bhalo laglo Koushik ?
ধন্যবাদ।
সুন্দর, খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন। প্রচুর অনুপ্রেরণা পেলাম।
সত্যি শেয়ার যোগ্য। আজকের বাস্তব প্রেক্ষিত এ আরো বেশি করে শেয়ার করা উচিত। ফেসবুক এ শেয়ার করা যাবে?
এক কথায় অসাধারণ
ধন্যবাদ। পাশে থাকুন। পড়তে থাকুন। আর মন্তব্য করুন। আমাকে আরো সমৃদ্ধ করুন।
দারুণ লাগল। দারিদ্র ধর্মের বেড়া ভেঙে ফেলে… পুরোনো কথা, নতুন আঙ্গিকে।
অনেক ধন্যবাদ। পাঠকের ভালো লাগলেই লেখকের প্রয়াস সার্থক।
আপনার লেখায় একটা জায়গা ছিল, মুসলমান হয়েও অনেক দেবতা চেনার জায়গাটা। ওটাতে আমার প্রথমে একটু অবাক লাগল। পরে ব্যাখ্যা পরে খুব ভালো লাগলো। দারুন লেখা।
অনেক দিন পর সাম্প্রদায়িক ঐক্যের ওপর একটা ভালো লেখা পড়লাম।
দারুন লাগলো।
বাহ। এটা বেশ ভালো লাগলো। এমন ঘটনার সাক্ষী হওয়া সৌভাগ্য বটে।
490304 83253Average In turn sends provides is the frequent systems that offer the opportunity for ones how does a person pick-up biological, overdue drivers, what one mechanically increases the business. Search Engine Marketing 283171
758834 540267I used to be much more than happy to seek out this internet-site.. I dont even know how I ended up here, but I thought this post was wonderful. A good deal much more A rise in Agreeable. 505987
491759 442331The electronic cigarette uses a battery and a small heating factor the vaporize the e-liquid. This vapor can then be inhaled and exhaled 754342
337040 390353Its always good to learn ideas like you share for weblog posting. As I just started posting comments for blog and facing difficulty of lots of rejections. I think your suggestion would be beneficial for me. I will let you know if its work for me too. 860638
956049 885127Thank you for sharing superb informations. Your site is very cool. 460324
575364 650706Looking ahead to peer you. 710419
763 900415But wanna comment on few common things, The website style is perfect, the content material is genuinely good : D. 36944
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
627338 654981But wanna say that this is really helpful , Thanks for taking your time to write this. 794080
961864 312790Outstanding post, I conceive internet site owners should learn a lot from this blog its real user pleasant. 657610
718547 520374Some genuinely nice and utilitarian information on this web site , likewise I believe the layout has fantastic attributes. 974111
100112 881123Hi there. Really cool internet site!! Guy .. Beautiful .. Fantastic .. I will bookmark your website and take the feeds additionallyI am glad to locate so a lot helpful info appropriate here within the post. Thanks for sharing 314547