
শুধু তোমায় ভেবে যে রাত কেটেছে জেগে,
সেই রাত শেষে হয়নি এখনো ভোর,
ভাবনা এখনো হাসায় কাঁদায় আমায়,
এখনো স্বপ্নে খুঁজি সেই বাহুডোর।
প্রেম সে তো ছিল অভিধানে লেখা কথা
জীবনের পথে তুমি পা ফেলার আগে,
তোমার চুলের কালিমা নিয়ে সে রাত,
গালের লালিমা এখনো অস্তরাগে।
জানি না এ পথে হাতে হাত কতদিন,
চলব মিলিয়ে একসাথে পা দুজনে,
রইবে আকাশে একসাথে দেখা মেঘ
সেই ভোর দেখা পাখির কলকুজনে।
সেই নদীতীর, বয়ে যাওয়া জলরাশি
এখনো সেভাবে সাগরেতে যায় ধেয়ে,
গলে যাওয়া মোম সাদা সে জ্যোৎস্না মাখা
পূর্ণিমা রাতে একই ভাবে রয় ছেয়ে।
যদি পিছু ফিরি অচেনা সে আনমনে,
হাঁতড়াই স্মৃতি উলটে পাতা বিভিন্ন,
একটাই ছবি সময়ের অ্যালবামে,
ধু ধু বালুচরে ফেলে যাওয়া পদচিহ্ন।।
লেখাঃ অরিন্দম
ছবিঃ সৌমাল্য
Ekhono | Arindam | Soumalya | www.pandulipi.net | Emotional | Bengali | Poem
Asadharon
আপনাদের ভালো লেগেছে জেনে সত্যি আরও লেখার প্রেরণা পাচ্ছি। অনেক ধন্যবাদ।
Khub sundor…
অনেক ধন্যবাদ। এভাবেই উৎসাহিত করুন। নতুন লেখার জন্য পান্ডুলিপি.নেট এ নিয়মিত আসুন।
Khub Sundor. Mon chuye jai.
অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন।
Anek kotha jao j bole kobi…Porte porte hariye gelam
অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
Bhalo laglo, majhe2 jeno porte pari. Pandulipir proyas k dhanyobad.
ধন্যবাদ। নতুন লেখা পড়ার জন্য পান্ডুলিপিতে নজর রাখুন।
Tremendous effort.
Waiting for more..
Thanks a lot. Keep visiting pandulipi.net for works of many others.
বাহ ! খুব সুন্দর কবিতা ।
অনেক ধন্যবাদ
ভাল লেগেছে ।
ধন্যবাদ ভাই
খুব ভালো লাগল।
অনেক ধন্যবাদ
Like!! Great article post.Really thank you! Really Cool.