শুধু তোমায় ভেবে যে রাত কেটেছে জেগে,
সেই রাত শেষে হয়নি এখনো ভোর,
ভাবনা এখনো হাসায় কাঁদায় আমায়,
এখনো স্বপ্নে খুঁজি সেই বাহুডোর।
প্রেম সে তো ছিল অভিধানে লেখা কথা
জীবনের পথে তুমি পা ফেলার আগে,
তোমার চুলের কালিমা নিয়ে সে রাত,
গালের লালিমা এখনো অস্তরাগে।
জানি না এ পথে হাতে হাত কতদিন,
চলব মিলিয়ে একসাথে পা দুজনে,
রইবে আকাশে একসাথে দেখা মেঘ
সেই ভোর দেখা পাখির কলকুজনে।
সেই নদীতীর, বয়ে যাওয়া জলরাশি
এখনো সেভাবে সাগরেতে যায় ধেয়ে,
গলে যাওয়া মোম সাদা সে জ্যোৎস্না মাখা
পূর্ণিমা রাতে একই ভাবে রয় ছেয়ে।
যদি পিছু ফিরি অচেনা সে আনমনে,
হাঁতড়াই স্মৃতি উলটে পাতা বিভিন্ন,
একটাই ছবি সময়ের অ্যালবামে,
ধু ধু বালুচরে ফেলে যাওয়া পদচিহ্ন।।
লেখাঃ অরিন্দম
ছবিঃ সৌমাল্য
Ekhono | Arindam | Soumalya | www.pandulipi.net | Emotional | Bengali | Poem