
নদীর বেগে পাগল-পারা,
হব আমি সকল হারা,
ধরবো নাকো তোমার খেয়ার ঘাট গুলায়।
বাজব হয়ে সুর ভেলা ওই তানপুরায়।।
তখন কেবল আকাশ বয়ে,
আসব আমি গন্ধ হয়ে,
পড়বে মনে মনের মাঝের গান গুলায়।
খেলবো আমি লুটায়ে তোমার প্রাণ ধুলায়।।
বাঁশির সুরে বাজব ঘিরে,
পাগল হয়ে ফিরবে নীড়ে,
আমার চরণ পড়বে না ওই ঘাট গুলায়।
খেলবো তোমার বাগান ফুলের সুর দোলায়।।
ইচ্ছে হয়ে ভাসবো তখন,
আমায় মনে পড়বে যখন,
আসবো আমি নাচের তালের তাল গুলায়।
ভুলবে মোরে যে সুর তোমার প্রাণ ভুলায়।।
এমনি করে নুতন বাণী,
আবার কেউ আনবে জানি,
তখন আমায় হারাবে তোমার চোখ গুলায়।
রইবে একা আমার স্মৃতির মন মালায়।।
সাঁঝের বেলা, একলা প্রাতে,
থাকবো নাতো তোমার সাথে,
ঝড়া পাতার বকুল তলার রাত গুলায়।
মিলবোনা আর যে সুর মোদের মন মিলায়।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন প্রাণ ধুলায় ।।
লেখাঃ অভি
ছবিঃ কুণাল
Jakhon porbe na mor | Abhi | Kunal | www.pandulipi.net | Emotional | Bengali | Poem
Khub sundor lekha ar chobi. darun
Dhonnobad
soo goood
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.