একশো সতেরো বছর পর

জাবর কাটতে থাকে ফুরিয়ে যাওয়া দিন,

গুরুপাক রাতগুলো মুখোশ বন্দি হয়ে পড়ে থাকে,

এঁদো গলির  এ কোণে ও কোণে।

উচ্ছিষ্টের গন্ধ গায়ে মেখে, যারা হাঁটতে থাকে রোজ;

চন্দন সুগন্ধিতে এখন আর ঘুম আসে না।

এখানেই তুমি কবিতা লিখতে এসো,

ঠেকবে পায়ে রজস্বলা ভোর;

নিয়ন আলোয় ঠিক আমারই মুখোমুখি,

বলছি শোন, আজ থেকে ঠিক একশো সতেরো বছর পর ।।।

লেখাঃ অর্পিতা

ছবিঃ কুণাল

Eksho Sotero Bachor Por     |     Arpita     |    Kunal    |     www.pandulipi.net     |    Bengali     |     Poem

Author: admin_plipi