ছিল না মন্দাকিনী কিম্বা অলকানন্দা।
এইখানে আছে স্রোতস্বিনী,
চঞ্চলমতি———-আর?
ছন্দিত মধুছন্দা।
কখনো ঠোঁটে, কখনো বুকে
তর্জনী ওঠে ইতস্তত,
কারে চায়, কারে খোঁজে
চপল আঁখি——–?
প্রণয় ডোরে বেঁধেছে যারে
তার লাগি মুখ লজ্জাবনত।
দীঘল কূলে লাজুক ডানা
আমার ফসলক্ষেত,
ওই পাথরে বসব দুজন
নয় কি অভিপ্রেত?
কূল ছাপিয়ে শীর্ণ নদীর
এঁকে বেঁকে চলা——-
সেথায় বসে তোমার কানে
একটু কথা বলা।
এ কূল ও কূল দুই কূলেতে
লজ্জাবতী ডানা,
আমার নদী গোলাপ জলে
চিত্রপটে টানা।
উতল জলে কোমল স্রোতে
পাষাণ ধোয়া জল,
তোমার প্রেমে হব শুচি
নেই কোনো তার তল।
একটু জিরান উৎস তটে
উতল জলে ঢেউ—–
কোমল জলে হারিয়েছি পথ
আর জানে না কেউ।
লেখাঃ দেবশ্রী
ছবিঃ অনন্যা
Antosolila | Debashree | Ananya | https://pandulipi.net | Emotional | Bengali | Poem