যতবার তোকে ছুঁই, আরও সবুজ হয়
নিঃস্পৃহ তর্জনী।
তোর শরীর জুড়ে লুকোচুরি খেলে
আমার কবিতারা।
যত আদর করে স্পর্শ করি তোকে
তত গলে যায় আদিম হিমগিরি;
উচ্ছল শব্দেরা ঢেউ খেলে স্বপ্নের গভীরে।
তুই কোনো সাধারণ মেয়ে নয়,
তোর শরীর ভরা শিল্পের উর্বর মাটি
আর আমি বর্ষা পাওয়া বিহ্বল চাষী।
তোর সাথে ভালোবাসা খেলি
সাপলুডোর আনন্দে।
যত গোপন করি তোকে
তত মেঘলা হয় মনের ইচ্ছা আকাশ।
নিরালা কোন শ্রাবণে বৃষ্টি হয়ে পড়বো তোর প্রান্তরে,
আর বৃষ্টি ভেজা আনন্দে, তুই গেয়ে উঠবি এক অনন্ত প্রেমের গান।
লেখাঃ বাপন
ছবিঃ অনন্যা