
ছেলে আমার হিন্দি বলে, ইংরেজিতে লেখে
এসব কিছুর চাপের মাঝে বাংলা কখন শেখে?
অ আ ক খ লিখতে গিয়ে জটিলতায় ভরা
কি হবে ছাই বাংলা পড়ে সময় নষ্ট করা!
ছেলে আমার ইংরেজি স্কুল সাহেব সাহেব চাল,
তুমিই বলো পিত্জা ছেড়ে, কে খায় ভাত ডাল?
বাংলা গানে কিসের জাদু? বাজে ওসব ছাই।
ব্রাদার ব্রাদার বলে ডাকে কেউ বলেনা ভাই।
লজ্জা লাগে মাতৃভাষায় বলতে কথা তাই,
আজকে সবাই সাজছে সাহেব বাঙালী আর নাই।
যে ভাষাতে গুলির ঘায়ে মরলো কত প্রাণ,
মরলো কত মায়ের ছেলে জীবন বলিদান।
সেই ভাষাতে বলতে কথা কেমন কেমন লাগে,
আসলে ভাই ভাষার থেকে স্টেটাসটাতো আগে!
‘বাংলা ভাষা বড়ই খাসা’, ওসব অতীত কাল
তাই তো আজ মডার্ন যুগে বাংলা যে জঞ্জাল।
ইতিহাসের পাতায় দেখো, লেখা সোনার জলে
বাংলা ভাষা মায়ের ভাষা, যেও না তারে ভুলে।
এই ভাষা যে প্রাণের ভাষা, অনুভবের টান
শহীদ হয়ে ভাইরা আমার রাখল ভাষার মান।
সেই ভাষাতে বলতে কথা লজ্জা যে পাই মোরা!
এমন জাদু কোথায় আছে বলতে পারিস তোরা?
ভাটিয়ালির এই ভাষাতেই সুর তোলে ওই মাঝি,
এই ভাষাতেই বাঁচতে যে চাই, মরতেও ভাই রাজি।
এমন সুরের কথার কাহন অন্য ভাষায় আছে?
আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে?
আবার এসো হাতটা ধরি, ভাষার জন্য হাঁটি-
এই ভাষা যে মা রে মোদের, এই ভাষা যে মাটির।
লেখা: অভি
ছবি: কৌশিক
অভি বাবু,
মনের মতো একটি লেখা পড়লাম। অত্যন্ত প্রাসঙ্গিক ও একদম সত্যি কথা। কবিতা খুব একটা বুঝি না কিন্তু এটা এতই সহজ যে আমার মেয়েকে পড়ালাম।
আশা করি ওকে বাঙালি করে তুলতে পারবো। আপনাদের প্রয়াস প্রশংসার অধিক। মাঝে মাঝেই পড়ি।
খুব ভালো লাগলো।
খুব সুন্দর লেখা
খুব ভালো লাগলো ।
সুন্দর লেখা।
আমার বাংলা, ভালোবাসার বাংলা
একটা সত্যি কথা হল …নিজের মাতৃভাষাকে যে ভালো বাসতে পারে না সে অন্য ভাষাকেও কিন্তু সম্মান দিতে জানে না ।
ভালো লাগলো ।
ভীষন সুন্দর লেখা।ভালোলাগলো।
Like!! Great article post.Really thank you! Really Cool.
379587 883394I truly enjoy examining on this internet web site , it has got excellent posts . 613984