বর্ষাদিন

 

 

সিঁথেয় সিঁদুর, হাতে শাঁখা, পবিত্র বউ

বেশ লাগে

হাতেতে হাত,হাসির ঝলক,বিয়ে হওয়ার

ঠিক আগে।

বিকেলবেলা,অজানা মাঠ,বসেছিলাম

চুপ করে

পাশাপাশি, হালকা ছোঁয়া, ভাবলে এখন

বুক ভরে।

প্রথম সেদিন, বৃষ্টি এল,ভিজিয়ে দিল

কাকভেজা,

গাছের তলা,দুরন্ত বুক,জড়িয়ে ধরা

খুব সোজা

দুজন একা,জল থৈ থৈ,ঠোঁটের ছোঁয়া

অমৃতস্বাদ

সেদিন থেকেই, পাগল পাগল, মনটা কেমন

দুঃসহ রাত

হঠাৎ কবে, খবর পেলাম, তোমার বিয়ে

অন‍্য কেউ

ফুটল হাসি,মিটল শখ,ঝড়ের দিন আর

বুকের ঢেউ।

আজকে আবার, মেঘের ঘটা,গাছের তলা

জমানো ঋণ,

আমার জীবনে, প্রেমের খোরাক, ফিরিয়ে দেবে

বর্ষাদিন?

 

 

লেখাঃ চৈতালি

ছবিঃ অনন্যা

 

Author: admin_plipi