লেখা: বর্ণালী
ছবি: অরিন্দম ঘোষ
বাঁশির সুরে তোমার প্রেমে
রাত্রি ঘনায় আপন মনে,
দিনশেষের শেষ বাণীটি
ফুটুক তোমার দৃষ্টিকোণে।
নীরবতার সুর মেলেনা-
বিষাদঘন পূর্বরাগে।
মিলনতিথির জ্যোৎস্না এসে;
বিরহিনীর স্পর্শ মাগে।
আম্রফুলের গন্ধে ভরা,
পরাগপ্রতিম ছন্দে মোড়া
মোর জীবনের ভৈরবী তান-
স্বপ্ন হয়ে রাত্রি জাগে।
তোমার হাতে স্পর্শে এবার
তন্দ্রালোকে জমাটি স্বাদ।
জীবন-মরণ তুচ্ছ হল-
রাত্রি বিদায়, সুপ্রভাত।
Sukhoratri | Barnali | Arindam | https://pandulipi.net | Bengali | Bengali Poem