দোলাচল

দোলাচল ।। তুলসী কর্মকার

বাবাকে জিজ্ঞাসা করি এত বই কেন?
পড়ে দেখলে কী হয়?
বাবা বলেন, অভিব্যক্তি রাখা আছে।
সত্যের সন্ধানে ব্যক্তিগত স্প্রিং
প্রকৃত সত্যি একপ্রকার নির্লজ্জ
স্থিস্তিস্থাপক ধর্মের ভিতে লুক্কাইত।
যাঁরা পুল ধরে টানেন তাঁরা টের পান
কেন পৃথিবীতে প্রত্যেকদিন সকাল হয়,
মাঝে মাঝে জল ঝড়
শীত কখনো গরম।
যাঁরা এসবের ধার ধারেন না
তাঁরাও উপভোগ করেন,
গনগনে আগুনে হাত সেঁকেন,
ভাত ডাল আলুসেদ্ধ খান,
ঘুমিয়ে পড়েন।
শেষ জানার আগে
আদ্রা মেদিনীপুর প্যাসেঞ্জার প্রস্তুত,
রোদ ওঠে, পুনরায় একটি সকাল হয়…।

Author: admin_plipi