যে কথা শুনতে চেয়েও শোনা হ’ল না
লেখা – দেবশ্রী ছবি – সোহিনী
যে কথা আজও শোনা হ’ল না, অব্যক্ত এখনও, বলা হ’ল না মুখ ফুটে…
সাদা পাতায় থাকে চির প্রতীক্ষা, লেখনীর আঁচড় পেতে।
ইন্দ্রিয় ছয় সজাগ সদাই হয়নি তৃপ্ত পাঁচ…
একজন সে, বোঝে যেন সবই, ইঙ্গিতে রয়ে যায় তার আঁচ।
বুঝেও না বোঝা অতৃপ্তি যেন ব্যগ্রতা হানে আঘাত…
নীরবে যেন চলে কত কথা,
কেটে যায় যেন প্রতীক্ষায় কত শুনতে চাওয়া, শুনতে পাওয়ার কাঙ্খিত দিন-রাত।
জানে অন্তর পবিত্র এ প্রেম
রবে প্রতীক্ষা চিরদিন…
হাত ধরে তুমি বলবে কবে, “ভালোবাসি…! ভালোবাসি…!
ভালোবাসব তোমায়…!
ভালোবেসে যাব অন্তহীন…!
বলতে পারিনি কোনোদিন…!”