লেখা – অভি // ছবি – অভিজিৎ ধর
হঠাৎ ছাড়ল গাড়ী-
কামরা বন্দী আমার স্বপ্ন
পেরোল বহু পথ,
কত গল্প মাখা বাড়ি।
ফেলে গেল কিছু ক্ষত,
হারিয়ে গেল কোথায় যেন
রাতজাগা সেই
কবিতাগুলোর মতো।
সময়ের স্রোতে
গেলো দূরে ভেসে,
গল্পের উপকথা থাকে পড়ে
একা ভালোবেসে।
কেটে গেছে কাল কত
ফিরে আর হয়নি তো দেখা,
সময়ের বালুচরে
আজও আমি দাঁড়িয়ে আছি একা…….।।