কুয়াশা

কুয়াশা ।। লেখা : লাবণী বসু

কুয়াশা জমছে তোমার মনে
কুয়াশায় ঘেরা সকাল।
ভালোবাসা যেন যাচ্ছে সরে
সন্দেহ অবিচল।

বিস্ময়ের মেঘ দু’চোখে নিদ্রা
দিবারাত্রির লুকোচুরি।
সময়ের ভারে স্রোতহীন আবেগ
শিথিল প্রেমের তরী।

সেদিনও ছিল এমনই সন্ধ্যা
সোহাগের কুহুতান।
চেনা স্পর্শের অচেনা গহবরে
জমেছিল অভিমান।

মধ্যযামিনী ভিজে যায় যেন
একাকিত্বের আলিঙ্গনে।
হিমাদ্রিসম স্মৃতির ভার
ভিড় জমায় প্রাঙ্গণে।

অনুভূতির আকাশে ঘনকালো মেঘ ঝাপসা কাঁচের দেওয়াল।
ভালোবাসা যেন যাচ্ছে সরে
সন্দেহ অবিচল।

Author: admin_plipi