কোভিড নাইনটিন

লেখা : নিরালা রায়
গ্রাফিক্স : নিকোলাস

কোভিড নাইনটিন–
কেমন করে অচেনা হয়ে গেল
চেনা শহর, চেনা মানুষ
আর পরিচিত দিন!
প্রশ্ন জাগে, এ কি আমার শহর?

ছাদে দাঁড়িয়ে যে রেল- ক্রসিং এ দেখতাম,
লোকের থিকথিকে ভীড়–
আজ ক্বচ্চিৎ দু-একটা মুখ।
ভয়, এই বুঝি অজান্তে
থাবা বসালো “করোনা”।

বাজারের যে কোলাহল
আমার মন ভালো করে দিত,
সেখানে এক অদ্ভুত আঁধার- আতঙ্ক,
ঘর বন্দী হয়েছে মানুষ।
মুখ-ঢাকা মানুষের ত্রস্ত আনাগোনা-
বুঝিয়ে দেয়, আমরা ভালো নেই-
নেই ভালো আমরা।

বাড়িগুলি সারি সারি দাঁড়িয়ে,
প্রাণহীন–
মাথার উপর দিয়ে একটা কাক;
নেতিয়ে পড়েছে রাস্তার কুকুর;
বসন্তের কোকিলের ডাকে নেই আবেগ,
কেউ ভালো নেই আমরা।

কোভিড নাইনটিন!
কেমন করে পালটে গেল
আমার চেনা প্রতিটি দিন?
আজ, আমার মনেও অবিশ্বাস;
পাশ দিয়ে চলে যাওয়া লোকটি
ফেলে গেল না তো “করোনার” শ্বাস।

তবে, কোভিট নাইনটিন!
থেমে থাকবো না আমরাও,
ঝড়-সামলানো মানুষেরা,
নবান্ন উৎসব করবেই একদিন।

Author: admin_plipi