
শুভ্রাংশু কুম্ভকারের “তবুও চরৈবেতি”
ছবি – জয়দেব ভট্টাচার্য
ছায়াঘেরা রাজপথে আমাদের যাত্রা নয়,
কাঠফাটা রোদে পোড়া পথ তপ্ত বালুময়।
গতিপথের প্রতিটি পদক্ষেপে পিছুটান থাকে,
ব্যথাভরা স্মৃতিগুলো পা আঁকড়ে রাখে।
কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি হ্রাসমান,
লক্ষ্য বিচ্যুতির পথে জেগে থাকে কামনার টান।
খোলাচোখ তবুও মরীচিকা দিকভ্রষ্ট করে,
নিয়মিত পদস্খলন অপ্রতিরোধ্য মোহ বাহুডোরে।
তথাপি অনাগত আগামীর ডাকে,
আশারা বাঁচবে নির্ভয়ে, এই আশা নিয়ে,
আমাদের এগিয়ে চলা কাঁটাঘেরা পথে।
চরৈবেতির মন্ত্রে মনোবল জাগে,
হৃদয়ের ক্যানভাস নবরঙ মাখে।
চিরায়ত ঈশ্বরের তুলির আশিসে
ছবি আঁকি স্বপ্নমাখা পথের,
যোগ হয় মনোবলে আরো কিছু জোর,
রাতের আঁধার শেষে আলোকিত ভোর,
আমাদের পথ শেষ বিজয়ের পতাকার তলে,
হারাবে হতাশা সব কর্মময় জীবনের কালে।
এসো সবে অবিরাম কর্মরত মানুষের মাঝে,
চরৈবেতির মন্ত্রে সাজাই ধরিত্রী নবসাজে।
খুব সুন্দর
সু্ন্দর সাবলীল কবিতা
Awsome
চিরায়ত … আশীষে – দারুন লাগলো লাইন দুটি।
জীবন সত্যি অপ্রতিরোধ্য। গতি ময় জীবন সময়ের কালে মানুষের শত কোটি জমায়েত চরৈবেতি বটে। ভালো লাগলো।
Full of positive vibes. Nice cover.
ধন্যবাদ
বেশ লাগলো। কথার মারপ্যাঁচ নেই। সহজভাবে বলা, ‘ ছবি আঁকি স্বপ্নমাখা পথের ‘, ‘ আমাদের পথ শেষ বিজয়ের পতাকার চলে ‘ – বাঃ, উত্তরণের এই প্রত্যয়টাই চাই। আপনি লিখুন।
অশেষ ধন্যবাদ
সু্ন্দর সাবলীল কবিতা
সু্ন্দর সাবলীল কবিতা
সুন্দর সাবলীল কবিতা। ভাল লাগল।