
দোলাচল ।। তুলসী কর্মকার
বাবাকে জিজ্ঞাসা করি এত বই কেন?
পড়ে দেখলে কী হয়?
বাবা বলেন, অভিব্যক্তি রাখা আছে।
সত্যের সন্ধানে ব্যক্তিগত স্প্রিং
প্রকৃত সত্যি একপ্রকার নির্লজ্জ
স্থিস্তিস্থাপক ধর্মের ভিতে লুক্কাইত।
যাঁরা পুল ধরে টানেন তাঁরা টের পান
কেন পৃথিবীতে প্রত্যেকদিন সকাল হয়,
মাঝে মাঝে জল ঝড়
শীত কখনো গরম।
যাঁরা এসবের ধার ধারেন না
তাঁরাও উপভোগ করেন,
গনগনে আগুনে হাত সেঁকেন,
ভাত ডাল আলুসেদ্ধ খান,
ঘুমিয়ে পড়েন।
শেষ জানার আগে
আদ্রা মেদিনীপুর প্যাসেঞ্জার প্রস্তুত,
রোদ ওঠে, পুনরায় একটি সকাল হয়…।
একটা পংক্তি খুব আকর্ষণ করলো।
‘যারা পুল ধরে টানেন তারা টের পান’
মনুষ্যত্বের ইতিহাস এক স্থিতিস্থাপক স্প্রিং ই বটে। বেড়েই চলে কিন্তু গোড়া স্থির।
কৃতজ্ঞতা
হ্যা, জ্ঞান ও ইতিহাস সমার্থক। অভিব্যক্তি মানেই ইতিহাস। ইতিহাস মানেই জ্ঞান। প্রকৃত জ্ঞান। ইতিহাসের অধ্যাপক হওয়ার সুবাদে নয়, আদি অন্ত কাল থেকে মানুষ বাদে ইতর থেকে উন্নত জীব সকলের শিখ্যা বলতে অপত্য জনুকে দিয়ে যাওয়ার মতো রসদ একটি, অভিব্যক্তি ও তার থেকে ঐতিহাসিক শিখ্যা। লেখক কে অনেক শুভেচ্ছা। দারুন বিষয় নিয়ে লিখেছে। আর দৃশ্যপট এ যে ছবিটি রয়েছে তা খুব সাধারন। কিন্তু শীর্ষক এর সাথে মিলে মিশে অসাধারণ আবেশ এনেছে।
আমি পাণ্ডুলিলির নিয়মিত পাঠক। বরাবর পাণ্ডুলিপির এটাই ঔতিহ্য। অসাধারন। লেখা ও অসাধারন কভার। আশা করবো পাণ্ডুলিপি চিরকাল এই মানদন্ড রেখে চলুক। শুভেচ্ছা।
অধ্যাপক সেনগুপ্ত মহাশয় অত্যন্ত গভীর মনতব্য করেছেন। একমত। লেখক কে অনেক শুভেচ্ছা। রোবিবাসরীয় অনেক আর্টিকেল আজ পড়লাম বিভিন্ন জায়গায়। এটি তাদের মধ্যে আমার কাছে অন্যতম মনে হল। ভালো লাগলো বিষয় নির্বাচন ও স্বল্প পরিসরে বলার ভঙ্গি।
ধন্যবাদ আপনাকে
বাহ.. বেশ অন্যরকমের এবং অর্থপূর্ণ লেখা । ভালো লাগলো ।
প্রাণিত হলাম। আপনাকে ধন্যবাদ
আপ্লুত হলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ একরাশ
আমি পাণ্ডুলিলির নিয়মিত পাঠক। বরাবর পাণ্ডুলিপির এটাই ঔতিহ্য। অসাধারন। লেখা ও অসাধারন কভার। আশা করবো পাণ্ডুলিপি চিরকাল এই মানদন্ড রেখে চলুক। শুভেচ্ছা।
অধ্যাপক সেনগুপ্ত মহাশয় অত্যন্ত গভীর মনতব্য করেছেন। একমত। লেখক কে অনেক শুভেচ্ছা। রোবিবাসরীয় অনেক আর্টিকেল আজ পড়লাম বিভিন্ন জায়গায়। এটি তাদের মধ্যে আমার কাছে অন্যতম মনে হল। ভালো লাগলো বিষয় নির্বাচন ও স্বল্প পরিসরে বলার ভঙ্গি।
ধন্যবাদ ধন্যবাদ
Nice…
ধন্যবাদ
Besh onyo dharoner lekha… Lekhoker aro lekha porar asay roilam. Pandulipi ke onurodh roilo.
বাহ্… খুব ভালো লাগলো। অভিব্যক্তি লুকানো আছে…. কি সুন্দর!!!!
Nice. Different style.