
পঁচিশে বৈশাখে
কলমে – দেবশ্রী সিংহ
ছবি – নিকোলাস
সেই মেয়েটা আজও বসে থাকে,
বৈশাখের এই প্রখর দিনে কোপাই নদীর বাঁকে…
আসবে কী সে? পথ চেয়ে সে মালাখানি গাঁথে।
নীপবীথি পথে সে মেয়ে ফুল বিছিয়ে রাখে।
কোপাই এখন ভরবে জলে
নিদাঘ বৈশাখে।
কালবোশেখি ঝড় তুলেছে দারুন তপন তাপে।
এমনই এক শেষ বোশেখে প্রভাত করে আলো,
শুভাগমন হল রবির
জ্বালো প্রদীপ জ্বালো।
কালো হরিণ চোখ সে মেয়ের
কার সে প্রতীক্ষাতে…!
আসবে রবি পরবে মালা
পঁচিশে বৈশাখে।
আহা , বড় ভালো লাগল ।
কিছু শব্দ দিয়ে এত বড়ো মাপের ব্যক্তিত্বকে প্রকাশ করতে যাওয়া আমার মতো ক্ষুদ্র এক অনুরাগিনীর পক্ষে প্রয়াস মাত্র।ধন্যবাদ আপনাকে
দারুণ লাগল
শুভ জন্মদিনে কবি গুরুকে অনুভব করতে চাওয়া শুধু।অসংখ্য ধন্যবাদ আপনাকে
Besh valo laglo
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.