
লেখা : শুভ্রা চ্যাটার্জী
তোমার সাথে তো হল না হাঁটা
বকুল বিছানো পথে,
হল না আড়াল হতে দেখা,
হল না আঙুল ছুঁয়ে আড়ি ভাব বলা-
তোমার সকাল আমার সকালে আলিঙ্গন হল না,
তোমার ব্যথায় জমা ধূলিকণা আমি ধুয়েই দিলাম না।
শুধু গড়ে নিলাম সাদা পাথরের এক দেবতা,
হৃদয় মন্দিরে যাকে নীরবে ডাকা যায়,
কাঁদা যায় অঝোর ধারায়।
ত্রাতার পোশাকে সাজানো যায়,
তবু আমার করে চিহ্নিত করি আমার ভাবনায়,
অবিকল দেবতা যেমন হয়।
ছবি এডোবি স্পার্ক এর থেকে নেওয়া
ঠিক কথা। একবারে সত্যি।
অপূর্ব লাগল পড়ে। আরো আরো কবিতা পড়তে চাই।
ভালো লাগল ভাবনা টা
দারুন লাগল। খুব সুন্দর
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.