সেদিনও বৃষ্টি ছিল

সেদিনও বৃষ্টি ছিল ।। প্রলয় দাস

সেদিনের মতো আজও আকাশে জমেছে, কেবল বিন্দু বিন্দু মেঘ।
আর এদিকে একটি মনের ভেতর চলছে তুমুল ঝড়-বৃষ্টি,
চোখে জল বেয়ে গড়িয়ে পড়ছে, তীরতীর করে হৃদপিন্ডে হচ্ছে আমোঘ এক গর্জন, টিনের চালে ঝুম বৃষ্টির শব্দ।
থেকে থেকে বুকের ভেতর উথলে উঠছে ঢেউ,
দেখতে পাচ্ছি বাড়ির পাশের গাছের ডালে বসে কাকের কান্না।
আর তুমি নতুন প্রেমের উষ্ণতায় কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছ আমার আঙিনায়।

তুমি সেদিন কেবল দেখেছিলে আকাশের কান্না, কিন্তু
মনের ভেতর প্রবল ঝড় তুমি দেখতে পাও নি।
কত বেশি বজ্রপাত হচ্ছিল বুকের চৌকাঠে তা বুঝতে পার নি,
বোঝো নি বুকের সমুদ্রে বয়ে যাওয়া তুমুল তুফান,
শোনো নি কি ভীষণ ছলাৎছলাৎ শব্দ, কি ভীষণ গর্জন!

সেদিন বৃষ্টির জলে ভিজে এক হয়েছিল দুই ভালোবাসা। ভেসে গিয়েছিল দুজনের মাথা গোঁজার এক চিলতে ঠাঁই,
আর আমাদের ভালোবাসা কেবল স্রোতের বিপরীতে ভেসে গিয়েছিল।
আমরা দুজন ভেসে যাওয়া খড়কুটোর ন্যায় চলে গিয়েছিলাম দূরতম পথে,
যেখান থেকে আবার ফিরে এলেও এক সাথে ভেজা যায় না।
তুমুল বৃষ্টিতে আবার মাঝ পথে দেখা হলেও এক ছাতারর নিচে মাথা গোঁজা যায় না।
হেঁটে যাওয়া যায় না চারপায়ে এক সাথে।

কভু একান্তে দেখা হলেও, চোখে চোখ রাখা যায় না,
আঙ্গুলগুলো হারায় আঙ্গুল ছুঁয়ে দেখার অধিকার।
বিকট বজ্রপাতেও জাপটে ধরা যায় না তোমায়,
মুখে হাসি, বুকে দুরুদুরু ভয়, টানা টানা শ্বাস
নিয়ে এখন আর ভেজা হয় না বৃষ্টি এলেও।
এখন আমার মন ইচ্ছে করে বলে না যে চল বৃষ্টিতে ভিজি।
বর্ষার সকালেও কাউকে বলা হয় না, এক গুচ্ছ কদম পেড়ে দেবে?
ঝুম বৃষ্টিতে কারো সাথে ভিজে ঐ প্রিয় দোকানের চায়ে আজ মন বসেনা।
সবই নিয়তির খেলা।

কিন্তু এখনো তো শুনতে পাই ঐ আকাশের কান্না।
তুমুল ঝড় হয় প্রকৃতি স্বরূপ আমার মনে।
কিন্তু হৃদপিন্ডটা কেমন নিশ্চল রূপে মরে পড়ে থাকে।
এখনো তোমার সাথে বৃষ্টি ভেজা দিনগুলো বুকের ভেতর দগদগে ঘা জাগিয়ে দেয়,
কাঁটা দিয়ে ফালা ফালা করে দেয় হৃদপিন্ড।
এখনো তুমুল ইচ্ছে করে,
তোমার সাথে এক ছাতার নিচে পথ হাঁটি।
তোমার হাতের ভেতর হাত রেখে বৃষ্টিতে কাক ভেজা হই।

গরম নিশ্বাস ফেলি তোমার হৃদপিন্ডের পাশে।
ইচ্ছে করে তোমাকে একটু ছুঁয়ে দেখি।
তোমার সাথে খালি পায়ে কাঁদায় হাঁটি; মাটির গন্ধ নেই।
মাটির গন্ধে কেমন তোমার বুকের ঘ্রান মেশানো
আমার খুব ইচ্ছে করে,
আবার সেই ঝুম বৃষ্টি, বৃষ্টিতে ভেজা তুমি,
তোমার হাতে ভেজা এক গুচ্ছ কদম, তোমার দেওয়া চা,
তোমার উষ্ণ স্পর্শ এ সবই ফিরে পেতে।

আবার কোনো একদিন ঘোর শ্রাবনের দিনে
আকাশ মেঘে কালো হলে,
টিপ টিপ বৃষ্টিতে ভিজে চলে এসো,
চলে এসো আমার প্রেমের নগরে,
একদিন এসে বৃষ্টিতে ভিজে জড়িয়ে ধরো আমায়,
ভেজা কাকটার মত হৃদয়ে বরফ জমে পরে আছি,
আমি কেবল তোমার অপেক্ষায়।

Author: admin_plipi