অন্য বসন্ত ll সৌকর্য সামাদ
আমি গ্রীলের ফাঁকে আতঙ্কের কুয়াশা,
দেখে ছবির খাতায় মৃতের শহর আঁকি,
আজ ধূসর টুকু আবার অনেক সবুজ,
বহু বসন্তে ঘর ফেরেনি জোনাকি।।
রাস্তা হেঁটে, পড়েই ফেলি মুখোশ,
হাওয়ায় বাড়ে, ছোবল মারে বিষ,
জলের মুখে গ্লানির আবর্জনা,
একুল ওকুল ভাসছে অহর্নিশ।।
সীমান্তে আর সিমন্তে মেঘ করে,
এই আগামীর সূর্য খোঁজা বাকি,
পথ হারিয়ে, ভুল ভাঙ্গানো ঝড়ে,
বসন্তে ঘর ফিরেছে জোনাকি।।