অলীক

অলীক : রবীন্দ্রনাথ বড়াল

রঙের আভা ছড়িয়ে হল সকাল,

আমার মনে দ্বিপ্রহরের রাত;

কাল তুমি এসেও আসনি কাছে-

হাতের পরে রাখনি তোমার হাত।

রঙ শুষে হল যখন বিকাল,

আমার তখন ভোরের ভেজা মন;

তুমি তখন চুলটা এলিয়ে পিঠে,

বসে ছিলে পাশে আমার কিছুক্ষণ।

পূর্ণিমায় উঠল যখন চাঁদ-আমার মনে সূর্যদহন জ্বালা;

তুমি তখন নাগাল ছাড়া দূরে,

আমায় নিয়ে করেছ শুধু খেলা।

Author: admin_plipi