কত কিছু হয় নি বলা
লেখা – অরূপ কুমার পাল
ছবি – অরিন্দম ঘোষ
মাঝে মাঝে মেঘ করে আসে,
বিষাদের ফোটা ফোটা দাগ জানলার কাঁচে।
মুখ ভার করে সেই যে চেয়ে থাকি…
নিঃশ্বাসে মিশে যায় বৃষ্টির শব্দ।
চোখ দুটো ফিরে তাকায়…
আষাঢ়ের দিন সামনে এসে বসে,
অভিমান থেকে অল্পটুকু নিয়ে আলাপচারিতা,
দিনযাপনের গল্পে বাকি থাকে না বলা উপাখ্যান…
কত কিছু হয়নি বলা তোমায়…
বৃষ্টি যেন সবকিছু বলে দেয়!