পিছুটান ।। লেখা : রাজীব চক্রবর্তী
পথচলা ইতিহাস হয়।
ফেলে যাওয়া কিছু ধুলি কণা,
আয়নার কোণে লেগে থাকা জলছবির মত
বাসা বাঁধে মনের ঘরে।
নিঃসঙ্গ রাতের আঁধারে
ঘিরে ধরে স্মৃতির কোলাজ।
জীবন এক অশ্বমেধের ঘোড়া,
মৃত্যুর হাতে বন্দি হবার আগে
এঁকে যায় খুরের দাগ।
বর্তমানের রথে
আগামীর পথে যেতে যেতে
মন হেঁটে চলে সেই পদচিহ্ন ধরে,
খুঁজে নিতে আলোছায়া ঘেরা এক
ভালবাসা বেদনার ছায়াছবি। যেখানে,
আমি এক বটবৃক্ষের নিশ্চিন্ত আশ্রয়ে।