মানবতা ।। তুলসী কর্মকার
একদিন
ঈশ্বর মৃত বলে ঘোষিত হবে,
সরকার পতন হবে,
টাকা মূল্য হারাবে,
নারী স্বপ্ন ভঙ্গ হবে
মদ নেশা হারাবে,
তখন
টাকা সরকার ঈশ্বর মানুষের সৃষ্টি বলে গণ্য হবে,
উচ্চবিত্ত অর্থ নারীর মোহ থেকে বঞ্চিত হবে,
নিম্নবিত্ত ও সরকার নেশা মোহ থেকে সরে আসবে।
বহুকাল বেঁচে আছি মধ্যবিত্ত হয়ে
টাকা সরকার ঈশ্বর নারী কেউ কথা রাখেনি।
ক্রমাগত কষ্টের সাথে অভিযোজন করে গেছি,
আসছে
সেদিন পৃথিবী জলমগ্ন হবে
টাকা ভিজে যাবে, সরকার ডুবে যাবে,
আমার কিছু হারাবার থাকবে না,
খুঁজে পাব এক নতুন পৃথিবী।
কষ্ট বিছিয়ে তৈরি করব পথ,
যেখানে নারী ভালোবাসা মধ্যবিত্তকে উৎসাহ দিবে।
উচ্চ ও নিম্নবিত্তকে টেনে তুলব এক সরল রেখায়,
যাপন শেখাব জীবনকে।
সেদিন পৃথিবী আবার সমতা পাবে।