
১
প্রতিমা কাকিমা
তোমার শরীরের ওম
মনে পড়ে,
বানিয়াবীটের হাওয়া।
পাতলাখাওয়ার রাস্তায় রাস্তায়
তোমার সবুজ একঢাল চুল,
আকাশে বাতাসে ঝড় এনে দিত,
তোমার শরীরের ওম মনে পড়ে
প্রতিমা কাকিমা।
আমি তখন চোদ্দ, তুমি
আশ্চর্য আঠাশ।
২
সে বছর যুদ্ধ,
সে বছর ‘৭১,
ব্ল্যাক আউট
‘মীনা’ তে উত্তম সুচিত্রা
সে বছর ‘৭১,
তুমি রেবা দি,
ফেলে এসেছ কুষ্টিয়ার ঘর
এপারে সোদপুর
দূরের পিসির বাড়ি,
আরো দূর, আরো দূর
ওপারে কুষ্টিয়ার কেউ
স্বাধীন বিলাসী।
তুমি তাকে চাও।
রেবা দি, সে বছর ‘৭১
সে বছর বারো,
কত কথা কলকল কাচকল্ পুকুরের পাড়ে।
সে বছর ‘৭১,
সে বছর বারো
বছর বছর চলে গেল
স্বাধীনতা, মুজিবর
সব ফেলে,
কুষ্টিয়ার রেবা দি
বছর বারো দাঁড়িয়ে আছে
কাচকল্ পুকুরের পাড়ে।
৩
সবুজ সবুজ গাছ
ঝিরি ঝিরি পাতা
খয়েরের
বুনো কুল ঝোপঝাড়,
কালজানি নদী
নিঃসঙ্গ দুপুর ঘুরে বেড়ায় একা।
রত্নাবলী তোমার চিঠি
আট আট পাতা।
তুমি তখন ফার্স্ট ইয়ার
তুমি তখন তুফানগঞ্জ,
আমি কালজানিতে একা।
আমি তখন কালজানি
আমি তখন তেরো,
বছর বছর চলে যায়,
রত্নাবলী আজও সেই
আট পাতার চিঠি লিখতে পারো?
লেখা: বিশ্বজিৎ দাস
ছবি : নিকোলাস
৭১ এর পটভূমিকায় অসাধারণ একটি লেখা। কৈশোরের মনন মানসিকতা কি অসাধারন ভাবে লিখেছেন।
‘৭১ এ প্রচুর কৈশর অধরা প্রেম এর জ্বালা নিয়ে জীবন কাটিয়েছে। আমার এক মামার জীবনেও এমন ঘটনা ঘটে। খুব ভালো লাগলো।
দেশ বিভাগ যেন কখন মনকে চিরে দিয়ে গেল। অসাধারন।
জীবনে পাওয়া গুলোর থেকে না পাওয়ায় বেশি কষ্ট। কৈশোরের আবেগ যখন বাঁধভাঙা জলের মতো চলতে গিয়ে বাধা পায় জীবনের গর্ভে বোধ হয় অনেক বেশি গভীর ক্ষতের সৃষ্টি করে।
451117 296363Id always want to be update on new content on this website , saved to fav! . 305192
Like!! Great article post.Really thank you! Really Cool.
485612 390473I recognize there is a great deal of spam on this site. Do you need to have aid cleaning them up? I might assist in between courses! 638994