মেঘলা স্বপ্ন :: লেখা – পৃথ্বীশা সরকার
তার চোখে দেখেছিলাম,
এক নাম না জানা মায়ার আলোড়ন
যে মায়া বাধতে পারে
শত ইচ্ছের শক্ত বাধন।
দূর হতে দেখেছি তাকে
শব্দের খেলা খেলিনি,
হয়ে রয়েছি বাকহারা
মনের কথা বলতে পারিনি।
এক মুক্ত আকাশের স্বপ্নে মেতেছি
আকাশটা ছিল মেঘলা,
স্বপ্ন আমার হয়নি পূরণ
হয়েছি ভিড়ের মাঝে একলা।
নামটি তাহার জানা হয়নি,
ঠিকানাটিও নয়,
এ কেমন মায়া,
যাহা স্মৃতিটুকু শুধু রয়?