শেষ থেকে শুরু

শেষ থেকে শুরু ।। লেখা: প্রসেনজিৎ চক্রবর্তী

জীবন জুড়ে অনেক ব্যথা

অনেক কষ্ট অনেক আশা

তবুও আমায় চলতে হবে

মরীচিকার হাথটি ধরে ।

এই জীবনে অনেক ভয়

কাছের মানুষও চিনতে দায়

অন্য কেউ ধরে হাত

বাঁচিয়ে তোলে বাঁচার সাধ।

সময় আবার মনে করায়

যত ছিল পুরোনো সময়

তাতেও আবার পাচ্ছি ভয়

পুরোনো স্মৃতি হাতছানি না দেয়।

হারিয়ে যেতে রাজি আছি

পাশের মানুষ থাকলে খুশি

দূর থেকে দেখতে রাজি আমি

তোমাদের মুখের হাসি খানি।

সময় পেলে মনে করো

কেউ তোমায় বাস্ত ভালো।

মনের স্মৃতি তে বাঁচিয়ে রেখো

নতুন সঙ্গীর পাশে থেকো।

Author: admin_plipi