স্বাধীনতার অমলস্বাদ

স্বাধীনতার অমলস্বাদ

লেখা – দেবশ্রী ।। ছবি – নিকোলাস

দেশজুড়ে সবে বলছে স্বাধীন
ছিলাম কবে পরাধীন!
শান্তি যদি না-ই থাকে মনে
কিসের তবে দেশ স্বাধীন?
পথের পরে কাঁদছে শিশু
অন্নহীনে অন্ন দাও,
ওদের খিদে কেড়ে নিয়ে
দেশ স্বাধীনের স্বাদ কি পাও?
ধুঁকছে মানুষ ভরছে বাতাস
উড়ছে বেলুন, নীল আকাশ
ভরল রঙে ওদের আশে
স্বাধীনতার অমলতাস।
গলা তুলে বলছি যতই
আজ, দেশের স্বাধীনতার দিন,
মানছি কি তবে আজও মনে
রয়েই গেলাম পরাধীন!
স্বাধীনতা পেটের খিদে মিটিয়ে দেওয়ার অঙ্গীকার,
পরাধীন নয়কো মোরা
বলব স্বাধীন হাজার বার।
হৃদয়ে যেদিন ছুটির বাঁশি বাজবে সুখে নিশিদিন…
সবার সুখে রং মিশিয়ে
বলব সেদিন দেশ স্বাধীন।

Author: admin_plipi