জন্মদাগশঙ্কা ।। সঞ্চালিকা আচার্য
নাড়ি ছিঁড়ে প্রসব করেছি যা, সে তো এক শরীর-ই।
আমি কি এমন জাদুকরী মাটি দিতে পারি,
যার পোষণে সে হবে দৃঢ়মূল?
তাকে কখনো রেখেছি আদুল,
আবার কখনো আদুরে বেড়ায় ঢেকে;
যাতে জীবন চিনে নেয় আকাশ ও পাতাল দুইয়েরই আঙ্গিকে।
তার ও পরে ভয় হয় যদি কোনো জিনগত শিথিল মনন,
বৃদ্ধি ব্যাহত ক’রে দেয় তাকে বনসাই-বামন-গড়ন!
কিংবা তার ও আগে কচিপাতা কোনো কীট খেয়ে যায়!
এসব অলীক উদ্বেগে স্নায়ু তোলপাড় কেন, হায়?
বিদারক ব্যথা সয়ে প্রসব করেছি যা, সে তো এক শরীর-ই। “ধর্ ধর্ দ্যাখ্ দ্যাখ্” ক’রে আমি কি তাকে বৃক্ষরূপ দিতে পারি!
আলোজলসারস্বরূপ রক্ত জল করা দুধ ঢেলে মহীরুহ সম্ভাবনা ছড়াব!
নাকি শুধুই অনিবার্য বিনাশের বহ্নিকুণ্ডে একটু একটু ঘি ঢেলে যাব!