যে নদীর বুকে চাঁদ তার প্রতিবিম্বের সাথে কথা বলে,
সেইখানে এসে তুমি বোসো।
কথা যেথা মূক, ব্যথা যেথা বধির,
সেইখানে হৃদয়ের দ্বার খোলা রেখো।
আবেগ যেখানে যত্নে সুরক্ষিত
চিবুকে আঙ্গুল ছুঁইয়ে দেখো কম্পিত অধর জ্যোৎস্নায় উদ্ভাসিত।
না বলা কত কথা, এক লহমায় বাঙ্ময় হতে চায়,
নীরব ঠোঁটের ভাষায়।।
চাঁদের আলোয় ভেসে চলে যাবো,
হাত ধরে তুমি বলবে কি “নীরবে যে আশ্বাস পেয়েছ, স্থির নিশ্চয় জেন”
-রয়েছি শুধুই সে আশায়।। ।।
লেখাঃ দেবশ্রী
ছবিঃ অনন্যা
Chander Aloy Bhese Jabo | Debashree | Ananya | www.pandulipi.net | Emotional | Poem | Bengali