স্থির খেয়াল নীরব অবধি জমে
তোমার পায়ে ছুঁয়ে থাকা কিনারায় ,
নতুন দেশের ইতিহাস আর বালুকায়।
হঠাৎ আসবে সে- বিগত আমাদের সেই জন্মেরই ছুঁয়ে আসা বাতাস,
সাগর তরঙ্গ মিলে –
বারবার সঁপেছিলাম যেথা তোমায় নিজের ত্যাগ সর্বস্বে,
প্রাচীন বৈরাগ্যের বেশে ।
সেই জন্মের সিন্দুক বন্দি চিঠিতে,
লিখেছিলাম আমার প্রণয়ে – প্রণয়ী তুমি আমার !
বেনাম ঠিকানায় পাঠাই তা-
পাবে তো কোথাও ? হয়তো বহুযুগের পর ,
এই সভ্যতার পর,
প্রথম নাবিকের বেশে তুমি একা দাঁড়িয়ে বালুচর ।
ঝড়ের আঘাত অতিক্রম ,সূর্য মেশা নীল ছাদের তলে,
নিজের ভাঙা নৌকার কথা ভুলে ।
লেখাঃ রাজাদিত্য
ছবিঃ অনন্যা
E Sovyotar Por | Rajaditya | Ananya | www.pandulipi.net | Bengali | Poem