একাকিত্ব

একাকিত্ব । । লেখা- অনন্যা


সীমিত সময়ের নির্ণেয়মান পথিক আমি

সময় বুঝে সময় ব্যয় করলাম
অনন্ত দিগন্তের এক টুকরো অপেক্ষক আমিঅপেক্ষার অবসানের চিন্তায় উত্তাল 
মহাজাগতিক শক্তির উদ্দামতায় প্রানোজ্যোল আমিশক্তির রূপের ছটায় উন্মাদ
মৃত্যুর পরবর্তী জীবনের চিন্তায় মগ্ন আমি মৃত্যুর শোকে বিভ্রাট ও অচৈতন্য
পৃথক জগতের মহিমায় বশীভূত আমিএ জগতের চাওয়া পাওয়া মেটাতে তৎপর
চারিদিকে শুধুই ঘন আড়াল, এ কোথায় আমি? আলোর প্রবেশে ঘটল নিদ্রার অবসান
নিদ্রার অপ্রাপ্তির বেদনায় মর্মাহত আমিফেরাতে চাই আমার সেই পরিচিত প্রান
সহস্র অশ্রু অঝোরে বওয়ালাম আমিমত্ত নেশায় চোখ ফেরালাম                               

কেউ নেই!!                                

কোথাও কেউ নেই!! 

Author: admin_plipi