পঁচিশে বৈশাখে
কলমে – দেবশ্রী সিংহ
ছবি – নিকোলাস
সেই মেয়েটা আজও বসে থাকে,
বৈশাখের এই প্রখর দিনে কোপাই নদীর বাঁকে…
আসবে কী সে? পথ চেয়ে সে মালাখানি গাঁথে।
নীপবীথি পথে সে মেয়ে ফুল বিছিয়ে রাখে।
কোপাই এখন ভরবে জলে
নিদাঘ বৈশাখে।
কালবোশেখি ঝড় তুলেছে দারুন তপন তাপে।
এমনই এক শেষ বোশেখে প্রভাত করে আলো,
শুভাগমন হল রবির
জ্বালো প্রদীপ জ্বালো।
কালো হরিণ চোখ সে মেয়ের
কার সে প্রতীক্ষাতে…!
আসবে রবি পরবে মালা
পঁচিশে বৈশাখে।