রামধনু

লেখা – সুমা আইচ হাজরা
ছবি – অরিন্দম ঘোষ

এতো দিন ছিলেম
আপন অবগুন্ঠনের আড়ালে,
এক অদৃশ্য সীমান্ত রেখা টেনে
দূরান্তের পথ বিথীকার সারিতে।
আমি যে অন্তর্বর্তী টানা পোড়েনে আবদ্ধ,
ডানা মেলে উড়তে মন চাইলেও
ডানা কখন গিয়েছে ভেঙ্গে।
আজ অনেক কষ্টে আকাশের পানে চেয়ে
দিলেম পাখা মেলে।
পড়লেম কয়েক বার,
তবুও হাল ছাড়িনি।
রামধনু দেখবো বলে
এখন আমি প্রখর রৌদ্র তাপেও আকাশে ভাসছি,
বৃষ্টির গন্ধ পাওয়ার আশায়।
হে বৃষ্টি, তোমার আগমন বার্তা যে ধ্বনিত হয়েছে আকাশে বাতাসে।
আমি এক আদিম উল্লাসে তোমাতে স্নাত হতে চাই।
ধুয়ে মুছে দিতে চাই
যাবতীয় ক্লেদ,
যা এতদিন অঙ্গে ধারণ করে ক্ষান্ত।
তোমার অমৃত বারি ধারাই হবে
প্রকৃতির শ্রেষ্ঠ জীবন সুধা।
রামধনু হবে পথের দিশা
এক অমর লোকের পথে।

Author: admin_plipi