সাতাত্তরের গেরো
লিখেছে – কুমার
গ্রাফিক্স – নিকোলাস
ভালো নাকি মন্দ হল? বোঝা কিছুই গেল না যে,
অন্ধা কানুন চোখ খুলেছে, সমাজ বাঁধন কাটল না যে!
বাড়ির লোকে জেনেছে? মুখোশ কি কেউ খুলেছে?
“এই যে আমি সমকামী”- মুখ ফুটে কেউ বলেছে?
পরিবর্তন কোথায় হল? কোথায় হলে হ’ত ভালো?
সময় এলে বুঝবে সবাই, সংবিধানে কী ভুল ছিল!
নিজের পায়ে শিকল পরে লোককে বলি ভাঙরে ভাই,
যৌনাচারে মুক্ত এবার, আইনের তো আর বাধা নাই!
প্রাইড করে সেদিন যারা বুক ফোলাল বারেবারে,
র্যানডমলি তারাই আবার হুক আপ করে গ্রাইন্ডারে!
প্রতিরাতেই বিছানা বদল, মনের খবর কে আজ রাখে?
ভবিষ্যৎ কি আছে এদের, লুটবে মজা এরই ফাঁকে।
পিক শেয়ারিং যাও চালিয়ে মুখ লুকিয়ে ফেসবুকেতে,
“টপ না বটম কোনটা তুমি?” প্রশ্ন কর কোন মুখেতে?
মানুষ নয়তো ভোগের শরীর, প্রেমপীরিতি যাও যে ভুলে,
যৌবনটা বিদায় নিলে চিতায় আগুন দাও গো জ্বেলে!
যৌনতার এই মুক্ত বাজার, পণ্য সবাই সব জানে,
আইন কি আর আলো দেবে, অন্ধ সবাই এইখানে!