অন্যঘর ।। অভি
প্রতি রাতে থাকতে আমি চাই,
জলভেজা ওই চোখের পাতায়,
গল্প গুলোর দিতে গিয়ে খোঁজ
হারিয়ে ফেলি ঠিকানা তোর রোজ।
ছেঁড়া খাতায় লেখা যে তোর নাম
আমার কাছে বড্ড বেশি দাম।
বলতে পারিস একঘেয়েমি আমি
কেন যে রোজ তোর বাড়িতেই থামি !
তোর ছাদে যে রোদটা এসে পড়ে
যোগায় আলো আমার খেলা ঘরে।
ভালো থাকিস, আর কিছু তো চাই না,
আদর মাখুক তোর করা সব বায়না।
সুখে থাকুক তোর ওই বালুচর,
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর…