জীবন ও প্রেম সমার্থক

জীবন ও প্রেম সমার্থক

শ্রদ্ধেয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শুভ জন্মদিনে ওনাকে স্মরণ করে…

লিখেছে দেবশ্রী সিংহ

আমার শরীরে প্রেম দিয়েছ শঙ্খ,
তোমার শারদ-প্রেমের স্থির বলয়ে আমি এক ভ্রাম্যমান নক্ষত্র।
যৌবনের অবগাহনে হৃদয়ে রক্তক্ষরণ চেয়ে দেখি অবহেলায়,
সৃষ্টির বেদনা মন্থন রাত চুঁইয়ে পড়া রক্তে প্রত্যহ ভেসে
যায়।
আমি শুয়ে থেকেছি বাহুর নিষ্পেষণে,
অন্ধকার রাত নেমে এসে যখন আগুন থেকে আলো ছড়ায়।
সেই স্থির দৃষ্টি আমাকে বিদ্ধ করে, বশীভূত করে, বুকের খুব গভীরে গভীর প্রেম এঁকে দিয়ে যায়।
রেখোনা আমায় শঙ্খ কখনোও দারুন শীতল অবহেলায়।

Author: admin_plipi