প্রথম প্রেম

প্রথম প্রেম ।। লেখা – সৌমিতা চক্রবর্তী

ঘাসের ভাঁজে লুকিয়ে রাখা আমার প্রথম প্রেম-
সূর্যাস্তের তখনও কিছু বাকি, যখন মনে হল সেই প্রেম খুঁজে দেখি।
নিযুত বছর বুকের ভেতর খিল আঁটা এক বৃষ্টিভেজা দুপুর-
উঠোন জুড়ে ‘আজ’ ছড়িয়ে যখন, তখন মনে হয় সেই দুপুরের কাছে গিয়ে বসি।
আকাশকুসুম মুখচোরা আবেগ সাহস করে একদিন বলেই ফেলেছিল “ভালবাসি”-
ক্ষতের দাগ-সব মিলিয়েছে যখন, তখন মনে হয় ফের বানভাসি সেই চোখের জলে।

মেয়েটির মুখ আমার মনে নেই যাকে প্রথম খামে মুড়ে আতর-কণা দিয়েছিলি।
নির্বাসিত তোরও প্রেম যখন, তখন মনে হয় জেনে আসি “এখনো কি কষ্টে ভিজে থাকিস?”
ভাঙতে ভাঙতে সিঁড়ি ভেসেছিলাম আতান্তরে, নিভেছিল সূর্যোদয়।
আজ আমিও সব-পেয়েছির দলে যখন, তখন মনে হয় তোর শোকের শিবিরে কিছু সুখ বিলিয়ে আসি।

আবার যেদিন রঙ ছোঁবে তোর হলুদ নিঝুম পাতাদের,
কালশিটেরা ফর্সা হবে, মাতবে আলোয় যখন, তখন তোর কালাপানির শেষ পাতাটা লিখব।

Author: admin_plipi