প্রেমে অপ্রেমে

প্রেমে অপ্রেমে ।। লেখা – সুদীপ দাশ

প্রেম কি ছিল কোনদিন?
বহুবাসনায় প্রাণপণে চেয়েছি যে তাকে,
কখনো পেয়েছি কি গন্ডুষ ভরা প্রাণ?
ছিল দাবি, ছিল আশা, প্রাণহীন বুকে ;
অস্ফুট কথা ছিল রঙহীন ঠোঁটে,
ছিল না এক সমুদ্র প্রেমের ঢেউ-
অথবা নিপাট আটপৌরে চালধোয়া হাতখানি,
একবুক ভালোবাসার ছিল যে খাঁই-
প্রেমের আবাসে আজ
ধান খাওয়া বুলবুলির কেবল ওড়াউড়ি,
দিনান্তের খাজনা বুঝি পড়ে যায় বাকি !


Author: admin_plipi