
শুভ বিজয়া
লেখা – দেবশ্রী
চারটি দিন মা থাকেন সাথে,
আগমনী সুরে যে তাই আনন্দে আত্মহারা—
স্বামীর ঘরে ফিরতে হবে
উৎসবের এই আমেজ শেষে,
মা মেনকা কেঁদে আকুল হলেন দুঃখে পাগলপারা—-
স্বামীর ঘর আর বাপের বাড়ি
উমার এই কি পরিচয়?
দুর্গা, উমা, সতী কন্যা সব ঘরেতেই রয়!
বারোমাসে বছর ঘুরে
মা আসবেন আবার
বাপের ঘরে,
এই প্রতীক্ষা কেন বল্!
তবে নিজের মাকে যে
ভ্রমের ঘোরে
বৃদ্ধাশ্রমে রাখতে পারে,
তার ‘মা’, ‘মা’ রবে কেঁদে ফেরার বৃথাই কেন এ ছল?
আমার দুর্গা এই ঘরেই আছে
খুঁজিনি তাঁরে দূরে কাছে!
অন্তরে না রাখলে তারে কোথায় পুজোর ফল!
মা মেনকাও থাকুন কাছে শান্তি রবে মোদের সাথে,
নিজের ‘মা’, ‘মেয়ে’ই আজ পূজিত হোক, তবে বিজয়া শেষে দুঃখ কোথায় বল্?
Like!! Great article post.Really thank you! Really Cool.
শুভ বিজয়া
শুভ বিজয়া
শুভ বিজয়ার আন্তরিক প্রীতিপূর্ণ শুভেচ্ছা রইল
বেশ ভালো হয়েছে
শুভ বিজয়ার শুভেচ্ছা রইল অফুরন্ত
অসাধারন। কোথাও পড়েছি মনে হচ্ছে।
শুভ বিজয়ার প্রীতিময় শুভেচ্ছা রইল অফুরন্ত।
আপনি সম্ভবত অন্যান্য গ্রুপ এবং পেজ ফলো করে থাকেন বলে মনে হচ্ছে!আমার এই লেখাটি প্রায় একশোটি গ্রুপ এবং চুয়াল্লিশটি পেজে প্রকাশিতও হয়েছে।
দারুন কনসেপ্ট। খুব সুন্দর।
শুভ বিজয়া দশমীর মিষ্টি মধুর শুভেচ্ছা জানালাম