লেখা : দেবশ্রী II ছবি কুণাল
বসন্ত বেলায় এসেছে আবার শুক্ল পঞ্চমী ,
সারদা দেবী, হংস বাহনা মা তোমায় প্রণমি।
শ্বেতবর্ণা,পদ্মলোচনা,বাগদেবী মা সারদা,
বীণাপুস্তকধারিণী নারীমূর্তি, তুমিই মা জ্ঞানদা।
শ্বেত চন্দনে চর্চিতা তুমি , শ্বেত গন্ধে অনুলিপ্তা,
শুভ্র হস্তে শ্বেত রুদ্রাক্ষ শ্বেত আভরণে বিভূষিতা।
অজ্ঞানতার ঘোর কালিমা এ জগত হতে নাশো,
সুরের গুরু হে বীণাপাণি অজ্ঞানেরে ভালোবেসো।
মনমন্দিরে হোক তোমারই বাস, কণ্ঠে সুরধুনি,
বিদ্যাদায়িনী সুরদেবী তুমি, চরণপদ্মে নমি।