আমার শব্দমালাকে ছুটি দিয়েছি যাপনকাল থেকে,
আমার কাছে শব্দরা আজ নেই, —–
আমার কাছে আমার ভাষা নেই, —–
আমার কাছে আজ আর হয়তো আমিও নেই। —–
‘নেই’ সীমানার রাজত্বে এক আছো তুমি, —–
অনন্তকাল হতে সেই। —–
সে থাকায় আছো তুমি,
যেভাবে সাজাই তোমায়
আমার মনের মতো করে, —–
পারবে না কেউ হাত বাড়াতে,
আমার মনের ঘরে। —–
আমার শব্দমালা
হারিয়ে গেছে জানো,
সাত সমুদ্র তেরো নদীর পারে। —–
আমার ব্যথা কাঁদায় যখন,
ফিরি তোমার দ্বারে, —–
বেদনা কি, যাতনা কি,
বোঝাই কেমন করে! —–
আমার শব্দরা সব
হারায় যখন,
নীরব হৃদয় কাঁদে, —–
মুখ লুকিয়ে ভাষাহীনা,
সে একক রাত্রি জাগে। —–
দিতে পারো তাকে এক সম্ভার
ভাষার বাঁধনে গাঁথা শব্দমালা? —–
পরম মমতায় মেখে নেব গায়,
ভুলব ব্যথা, ভুলব জ্বালা। —–
আমার শব্দরা সব হারিয়ে গেছে—–
আমার শব্দের ঋণ তোমার কাছে।
ছবি : জয়দেব ভট্টাচার্য
লেখা : দেবশ্রী সিংহ রায়