আমি খবর পেয়েছি বসন্তের।
সকালবেলায় যে পাখিটা আমায় খবর দিয়ে গেল
তার নাম সুখ।
আমি শুয়ে ছিলাম বিছানায়।
দাঁড়ালাম জানলার পাশে
একফালি রোদ আমার ঘরে নির্লজ্জের মতো চেপে বসেছে,
রাতের ঝোড়ো হাওয়াটা কখন যে শাড়িটাকে এলোমেলো করে গেছে, খেয়ালই করিনি!
সুখপাখি খবর দিয়েছে বসন্তের-
চিরন্তন সেই কোকিলের ডাক।
সেই আকাশ, সেই বসন্ত, সেই প্রেম,
আমি অপেক্ষায় আছি।
কলমে – চৈতালী
ছবি – নিকোলাস