
‘আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো’- এই গানটা গাইলে সুমির মনে কত কি যে ঘোরাফেরা করে তা আজ অবধি উত্তর পাওয়া হলো না তার। আর পাবেই বা কি করে? সে বড় চুপচাপ, নাকি গোমড়ামুখো! নাহ্, আজ আর গান গাইতে ইচ্ছে করছে না তার, ‘বাতাসে বহিছে প্রেম’ এই ভেবে বিছানা ছেড়ে সে উঠে পড়ল।
সুমির বৌদি বলল ,“কি রে আজ বেশিক্ষণ রেওয়াজ করলি না যে , কি হলো?”
– “না তেমন কিছু নয়, ইচ্ছে করল না, একটু ছাদে যেতে ইচ্ছে করছে।”
– “ঠিক আছে” ওর বৌদি বলল।
সুমি ছাদে গিয়ে রেলিং এর ধারে দাঁড়িয়ে, দূরে কলেজের মাঠের কোণে বুড়ো পলাশ গাছটার দিকে তাকিয়ে ভাবতে লাগল, “আহা, এই বসন্ত এলেই ওই বুড়ো পলাশ গাছটার কদর বেড়ে যায়, কেমন আলো করে আছে। কিছু মেয়ে আবার তার কুঁড়ি মাথায় গুঁজে এই পথ দিয়ে চলেছে।” হঠাৎ সে চোখ সরিয়ে তাকাল পাশের বাড়ির দিকে। সেই এক ছবি, গোমড়ামুখো নাকের ডগায় চশমা পরে কি যেন মন দিয়ে পড়ছে। ওর আজ কি কিছুই মনে হয় না, নাকি ঋতু-কাল নিয়ে তেমন মাথাব্যথা নেই, কি কারণ আজ অবধি সুমির জানা হলো না। এলোমেলো হাওয়া তার কানের পাশ দিয়ে এলেবেলে ভাবে আর তার চুল গালের একপাশ ছুঁয়ে চলেছে। আম গাছটার ডালে আজ কোকিলের কুহুতান, সব বুঝি একদিনে এসে সুমিকে জানান দিচ্ছে ,’বসন্ত জাগ্রত দ্বারে।’ কেবল যার বোঝার কথা সেই বুঝল না।
“পিসিয়া কি একা একা বকছ?”- মিনি এসে বলতেই সুমির সম্বিত ফিরল, আর মনে মনে লজ্জা পেল। এই রে, মিনি সব শুনে ফেলল বোধহয়। “কি গো, বললে না তো একা একা কি বলে চলেছ?” মিনি আবার বলল। “কই কিছু বলছি না তো মিনি রানী। তোর স্কুল নেই বুঝি আজ, এখন ছাদে এসেছিস যে!” সুমি বলল। “না গো, স্কুল ছুটি আছে, স্পোর্টস্ এর পরদিন, তাই ছুটি… জানো পিসিয়া তোমাকে তো একটা কথা বলাই হয় নি।” “কি কথা?” সুমি জানতে চাইল। “আমার সন্তুকাকু দুদিন আগে বলছিল।” নাম টা শুনেই সুমির মনে কেমন যেন করে উঠল, “কি বলল শুনি?”- সুমি জানতে চাইল। “কিরে মিনি, আজকাল তোর পিসিয়া গান তেমন করে না, শুনতে পাইনা তো…বড়ো ভালো গায়। আচ্ছা, তোকে কোনোদিন আমার কথা জিজ্ঞাসা করে?” এই কথা শুনে সুমি মুচকি হাসছে। এরপর আবার মিনি বলতে শুরু করল, “এরপর শুনলে তো তুমি আরও হাসবে পিসিয়া…” “কেন রে, আবার কি করল?” সুমি বলল। “হঠাৎ দেখি সন্তুকাকু দরজার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো, আজি দখিন-দুয়ার খোলা – এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। দিব হৃদয়দোলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। “আমি তো অবাক, এই রাশভারী মানুষ টা আবার এই গান গাইছে, ভাবা যায়!” শুনে সুমি তো হোহো করে হেসে উঠেছে, একটু থেমে নিজেকে সামলে নিল। “পিসিয়া, আমার মনে হল, এই গান টা তোমার জন্যই গাইল, তুমি উত্তর টা দিয়ো, কেমন?” বলেই মিনি এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল।
কলমে – দেবলীনা
ছবি – রাজনন্দিনী
এত সংক্ষেপে এত সুন্দর লেখা, ভালো লাগলো
ধন্যবাদ ।
ভালো লেখা। মনটাও আর একবার রঙীন হলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
সুন্দর অনুভূতিকে এত সহজে আপনি চিত্রায়িত করেন! অপূর্ব ! অমর হোক আপনার লেখনী।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
বাহ্ দারুন সুন্দর
Dhonnobad aapnake
Khub sundar anu galpo…
Dhonnobad aapnake.
মিষ্টি প্রেমের গল্প.
ধন্যবাদ আপনাকে
খুব ভালো একটি কবিতা। সাথে প্রচ্ছদটি ও অসাধারন।
Eta kobita noy , anugolpo .
Sry…amar ei comment ta aager diner “pata jharar Bela” r jonnyo chhilo.Bhulboshoto ekhane hoye gechhe.Apnar golpo ti o besh laaglo.Sathe Rajnandini r photography o osadharon.
Ashadharon anugolpo ???? bhishon bhalo laglo pore. Aaro erokom lekha porbar jonno opekkhai roilam. Chobi tao mon chuye geche. Aapnader dujon ke anek Shuveccha ebong dhonnobad.
Dhonnobad aapnake .
58370 238727The next time I learn a weblog, I hope that it doesnt disappoint me as a lot as this one. I mean, I do know it was my choice to read, nevertheless I actually thought youd have something attention-grabbing to say. All I hear is really a bunch of whining about something that you could fix for those who werent too busy in search of attention. 245590
999248 202594I think this internet site has got some very superb info for everyone : D. 870261
751976 547074Flexibility means your space ought to get incremented with the improve in number of weblog users. 961105
Like!! Thank you for publishing this awesome article.
284088 447537When do you believe this Real Estate market will go back in a positive direction? Or is it nonetheless too early to tell? We are seeing a great deal of housing foreclosures in Altamonte Springs Florida. What about you? Would adore to get your feedback on this. 582965
22476즐거운 놀이 행복한 게임 즐거운 사이트
큰사이트
50384
332758 602631Your article is truly informative. More than that, it??s engaging, compelling and well-written. I would desire to see even a lot more of these types of great writing. 505458
453980 628896I actually like forgathering utile information, this post has got me even much more info! . 257123
55199즐거운 놀이 행복한 게임 즐거운 사이트
큰사이트
16785
5612nolsave is best website
Big web
99727
14479bitcoin web site Big News and Chart
coin is coinddang
17751