চল যাই সাগরে

 

চল যাই সাগরে

কলমে – নিরালা রায়

ছবি – অরিন্দম ঘোষ

 

 

চল যাই, সাগরে…
যেখানে শেকল-ছেঁড়া পাখি আর,
বাঁধন-ছেঁড়া প্রাণ, উধাও হতে চায়,
নাম না-জানা নিরুদ্দেশের পথে…

যেথা সূর্য উদিত হয় সমুদ্রের গভীর তল থেকে,
আগুনের গোলা সাজিয়ে রূপোর থালায়,
অস্ত যায় বিকেলে গোধূলির আকাশে,
আবীরে দোল খেলে।

আর পাল-তোলা জেলে-নৌকার,
ঢেউ-এর ভেলায় চড়ে উথাল-পাথাল সাগরের বুকে,
হারিয়ে যেতে নেই মানা…
দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্যমান জগতে।

চল যাই, সাগরে…
যেখানে ঢেউ-এ আর পারে চলে
নিরন্তর মাখামাখি, অন্তরঙ্গ ভাব, কত কথা…
বারে বারে ফিরে আসে, চুপিচুপি,
বলে যায় অপূর্ণ বাসনা;
রত্ন ভান্ডারের মণি-মুক্তোর কথা, কিংবা
আরও গভীরের রহস্যে-ঘেরা
কোনো পাতালপুরীর গল্প…
যে পথের হদিশ এখনও পায় নি মানুষ।

যাবে নাকি? সাগরে…
যেথা ইচ্ছেরা বাঁধন ছিঁড়ে ডানা মেলে দেয়,
নিজস্ব কল্পনার জগতে; ঝড় তোলে মনে;
কুরে কুরে খায় মন-মাঝিরে।
উটের পিঠে চড়ে দেখে মরুজয়ের স্বপ্ন,
ঘর-ছাড়া উদাসী বাউল হেঁটে চলে সমুদ্র-তট ধরে
মাইলের পর মাইল, হাতে তার একতারা,
মনে মাতাল-করা বসন্তের রঙিন ছোঁয়া

 

 

Author: admin_plipi