মাংসপিন্ডের শেষ জিজ্ঞাসা

 

 

 

শুধু রক্তের চাপ চাপ দাগ চারদিকে

ক্ষত বিক্ষত মাংসখন্ডের বিকৃত গন্ধ বাতাসে।

দমবন্ধ পরিবেশেও ক্ষণে ক্ষণে ক্যামেরার ফ্ল্যাশ

খবর পৌঁছানোর দায়িত্বে অটল ওরা কয়েকজন।

 

তবুও থমকে থাকে ভাবনারা কিছুক্ষণ

একটু আগেও যে কারো ছেলে, কারো ভাই

কারো প্রেমিক কারো জীবনসঙ্গী কারো বাবা

কিংবা কারো সতীর্থ বা কারো প্রতিবেশী ছিল

সে এখন শুধুই মাংসপিণ্ড!

 

একটু আগেও কেউ হয়ত সতীর্থদের সঙ্গে

গানের লড়াইয়ে মেতে উঠেছিল

কেউ আবার ফোনের অন্যপ্রান্তে থাকা

অভিমানী প্রেয়সীকে কথা দিয়েছিল

খুব শিগগির ছুটিতে ফিরবে গ্রামে!

 

কেউ একজন বৃদ্ধ মা-বাবাকে কথা দিয়েছিল

অর্ধনির্মিত বাড়িটা খু্ব তাড়াতাড়ি শেষ করবে,

কেউ আবার কথা আদায় করেছিল

সাত মাসের গর্ভবতী স্ত্রী’র কাছে

ছেলে হলে বাপের মতই জওয়ান হবে!

 

এরকমই আরো কত খণ্ডচিত্র লুকিয়ে রইলো

ওদের ছোট ছোট ফুরিয়ে যাওয়া ইচ্ছের মাঝে,

রয়ে গেল শুধু ছিন্ন বিছিন্ন মাংসপিন্ড,

শোকস্তব্ধ আপনজনের না ফুরোনো বিলাপ

আর অনুচ্চারিত একটা  জিজ্ঞাসা

‘এর শেষ কোথায় ‘?

 

(কাশ্মীরে নিহত সকল বীর সেনানীর আকস্মিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে ওদের শ্রদ্ধা জানাই, শোকস্তব্ধ পরিবারের প্রতি রইলো সমবেদনা)

 

 

কলমে – মুক্তা

ছবি – নীপাঞ্জলি

 

 

Author: admin_plipi