
।। ১ ।।
হীরক সামান্য আলো নিয়ে
তুমি দাঁড়িয়ে থাকতে রাস্তায় ,
হীরক সামান্য আলো নিয়ে
তুমি দাঁড়িয়ে থাকতে রাস্তায়।
আমার কৈশোর চলে গেলো,
যৌবন চলে গেলো,
এই বানপ্রস্থে একি আলোর
খেলা দেখি।
চোখ জ্বলে যায় ,
চোখ জ্বলে যায় ,
ভুবনমোহিনী।।
।। ২ ।।
ছাই ভস্ম সব গিলে ফেলেছি
অনেক দিন,
অনেক দিন রোদ্দুরের দিকে নেই।
তাকে খুঁজছি অনেকদিন
পিপল ছায়ায়।
প্রকৃতই কি সুজাতারা আসে?
লেখা: বিশ্বজিৎ
ছবি: নিকোলাস
অদ্ভূত সুন্দর লেখা
ভালো লাগল লেখাটা ।
Darun
দারুন লাগলো। লেখক এর কাছে প্রশ্ন রইল, সুজাতা কি মানবিকতা? একটু ব্যখ্যা পেলে খুশি হব।
আমি কবিতা ভালোবাসি। পড়ে বেশ ভালো লাগলো। লেখক এর উপলব্ধি অত্যন্ত গভীর। ছবি টি কি সুন্দর।
জীবন মানেই তো খোঁজ ,খুঁজছো তুমি, খুঁজছি সবাই অনন্তকাল ধরে ,সুজাতা আসেনি আজও।অদ্ভূত ভালো লাগলো
এতো অনবদ্য
খুব ভালো লাগলো ।
খুবই ভালো
সুপ্রচীন কাল থেকে সুজাতারা বারে বারে পৃথিবীর বুকে নারী রুপে নেমে এসেছেন। অত্যন্ত সুন্দর একটি লেখা।
জীবনের চড়াই উতরাই আর অভিজ্ঞতা কে খুব ভালো ভাবে তুলে ধরেছেন।
Outstanding work. Waiting for more.
Sottii sundor lekha……jeno bastob jiboner oviggota!!
গভীর !!
eeyrnzxni olley uuibejr haqy spklwywnkjwapbp
145277 778677quite nice post, i surely really like this amazing site, keep on it 69977
341048 26672Some truly superb information , Sword lily I located this. 736515
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.