তবু মনে রেখো

Tobu-Mone-Rekho-bengali-poem-by-Debashree-Singha-Photo-By-Arindam-Ghosh-at-Pandulipi-dot-net-format-png
Publish Your Book With Pandulipi Publishing
Pandulipi is now Pandulipi Publishing – a Book Publishing House. Become the author you ever wanted to be.

লেখা: দেবশ্রী সিংহ

ছবি: অরিন্দম ঘোষ

সবই কি সেই আগের মতোই আছে ?
পূর্বজন্মের সেই তীব্রতা আর এ জন্মের আশ্বাস!
নুড়ি পথ বেয়ে জলের রেখা… আজ শুকনো খরা!
তবু পথ টুকু চেনা যায় কারোও ছায়ায়!
‘আমি তো আছি পাশে! নেই বিশ্বাস?’

ঝরঝর বেগে জলের ধারা আর শব্দ আঘাতের…
চূর্ণ-বিচূর্ণ শিলার প্রবল ক্ষতের।

চারিদিক ঘুমিয়ে আছে,
প্রতীক্ষা জেগে রয় প্রদীপের আলোর নীচে।
মায়াবী দিন-রাত সস্তা রঙের ঢেউয়ে ঠোঁটের কোণে তির্যক হাসে!

থেকে থেকে চমকের ঘোর, ভেঙে যায় রুদ্ধ দুয়ার…
স্বপ্নরা ঢুকে যায় অস্থির কোমায়।
সহজ পাতার বুকে নেমে আসে ঘূর্ণিঝড়।

পৃথিবী, তুমি শুনছ কি ভাঙনের পূর্বাভাস?
ভেঙে যাবে বুঝি ভয়, আনন্দ, আলোর ক্ষণিক উদ্ভাস!

আর নেই প্রাণ! নেই জলধারা ঘুচে গেছে মলিনতা, মিথ্যার মোড়কে বিশ্বাসে ঘূণধরা…
তবু বেঁচে রবে অনিমেষ চোখে এক ফোঁটা সুখের হাত ধরা…

Publish Your Book with Pandulipi Publishing

Author: admin_plipi