
আমার একুশ রক্তে রাঙা, শহীদের বলিদান;
আমার একুশ বাংলা ভাষা, বাংলার সম্মান।
আমার একুশ গর্ব আমার, কত শত বীরের জীবন দান;
আমার একুশ বাংলা গান, আমার অভিমান।
আমার একুশ ভোরের আলো, সবুজ বাংলা মাঠ;
আমার একুশ ‘কিশলয়’ আর বাংলা ‘সহজ পাঠ’।
আমার একুশ গ্ৰীষ্ম দুপুর, বর্ষা, শীতের রাত;
আমার একুশ কুয়াশা ভেজা, শীতল সুপ্রভাত।
আমার একুশ নবান্ন আর পৌষের আঘ্রাণ,
আমার একুশ সুপ্ত মনে স্বপ্নের আহ্বান।
আমার একুশ গ্ৰাম বাংলা, দামাল ছেলের দল,
আমার একুশ বাংলা মায়ের স্নেহে ভরা আঁচল।
আমার একুশ জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ;
আমার একুশ পল্লীগীতি, ভাটিয়ালির টান।
আমার একুশ অহংকারে, বাংলা আমার প্রাণ;
আজকে ‘একুশ’ তোমায় জানাই বাংলায় জয়গান।।
কলমে – রাজনন্দিনী
ছবি – অরিন্দম
কবিতা টি খুব আবেগঘন। লেখিকার বাংলার প্রতি ভালোবাসা প্রতক্ষ। ভালো লাগলো। বিশেষ করে
আজকে একুশ তোমায় জানাই বাংলায় জয়গান।
এই লাইনে মনটা নাড়া দিয়ে গেল।
ধন্যবাদ ?
ভীষণ ভালো উপস্থাপনা । লেখাটা অনেক কিছু মনে করিয়ে দেয় ।
ধন্যবাদ ?
অনবদ্য ।
ধন্যবাদ ?
খুবই সুন্দর
ধন্যবাদ ?
খুব সুন্দর ..
ধন্যবাদ ?
Like!! Great article post.Really thank you! Really Cool.