তোমাকে রবীন্দ্রনাথ

তোমাকে রবীন্দ্রনাথ
লেখা – পার্থসারথি দাস
ছবি – নিকোলাস

আজ তুমি গৃহবন্দী।
তোমার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ফুলে-মালায় সাজেনি আজ
তোমার আম্রকুঞ্জে কেউ গাইল না,
“কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক”
তোমার সেই কালো মেয়ের কথা মনে আছে কবি?
সেই কালো হরিণ চোখ?
সে মেয়ের আজ হঠাৎ পেলাম দেখা,
মুখখানি তার ঘোমটা দিয়ে ঢাকা,
হাঁটছে পথে, সবার সাথে,
নয়তো সে আজ একা।
আপন মনে হাঁটছে সমুখ পানে
যাচ্ছে কোথায় আদৌ কি তা জানে?
হয়তো বা সে ফিরছে আপন গাঁয়ে,
কেউ জানে না, জানে শুধু সেই মেয়ে।
মাথার উপর মেঘ করেনি আজ
বৈশাখের এই তপ্ত রোদে হাঁটাই এখন কাজ।
আকাশ পানে চাইছে বারে বারে
কৃষ্ণকলির সজল চোখে ক্লান্তি পড়ে ঝরে।
চোখ তুলে সে চায়নি আমার পানে,
কঠিন হ’ত সে চোখে চোখ রাখা।

Author: admin_plipi